ভালোবাসি তাই ভালোবাসি তোমায়।



কতো সুন্দরী রমনী দেখিয়া জুরালো এ নয়ন ৷
কোন নারী তবু ছুঁতে পারেনি মনের সিংহাসন ৷
কে তুমি নারী দেখিনি কভূ তোমার রূপের কায়া, কেনো জানিনা তোমার প্রতি আমার এতো মায়া ৷ 
মনের সিংহাসনে তুমি করলে আহরন, 
তোমার কথা ভাবতেই লাগে অজানা শিহরন ৷ 

সারাটা দিন তোমার কথা ভাবতে ভালো লাগে, 
তোমায় নিয়ে লিখতে গেলেই কবিতার শুর বাজে ৷ 
নীল আকাশে উরতে যেমন পাখির ভালো লাগে... 
তোমায় নিয়ে ভাবতে আমার তেমন ভালো লাগে ৷ 

জানতে যদি চাও কখনো কেনো ভালোবাসি .... 
বলবো আমি উচ্চস্বরে ভালোবাসি...তাই...ভালোবাসি ৷ 
বলবে তখন পাগল একটা... বলবো তখন আমি, পাগল নামটা আমার কাছে সবচাইতে দামি.


0 comments:

Post a Comment