বলেছিলাম অপেক্ষায় থাকবো
বলেছিলাম অপেক্ষায় থাকবো
শিশিরের নির্মল স্নিগ্ধতা মাথায় নিয়ে আমি আপেক্ষায় আছি
আমি আপেক্ষায় আছি হীমেল রাতের নীলাভ উষ্ণতা নিয়ে
অপেক্ষায় আছি প্রত্যুষের নিরঙ্কুশ পবিত্রতা নিয়ে
অপেক্ষা –
বলেছিলাম অপেক্ষায় থাকবো
প্রভাতের প্রথম আলোর বহ্নিশিখা হাতে একরাশ হাসির মুগ্ধতা নিয়ে
আমি অপেক্ষায় আছি দুনিয়ার তাবত কোমলতা বুকের কোঠরে গেঁথে
মেতে আছি অপেক্ষার এক একটি বর্নীল সুবাসিত মর্মর মুহুর্তের সাথে
অনন্ত পথের জীবন্ত চপল চঞ্চলতায়
আমি আপেক্ষায় আছি তোমার কুসমিত হাতে হাত রাখতে
তোমার প্রজ্জলিত রূপের মহিমায় জ্বালাতে ভালোবাসার দ্বীপ
অপেক্ষায় আছি…
বলেছিলাম অপেক্ষায় থাকবো
বলেছিলাম তোমারই থাকবো
বৈশাখের কাল ঝড়ে যদি লন্ডভন্ড হয় সভ্যতা
যদি উত্ত্বাল সমুদ্রের ঢেউর তোড়ে খন্ড বিখন্ড হয় সমস্ত মানবতা
আমি আটুট থাকবো
তবুও আমি তোমারই থাকবো-
আমি তোমারই থাকবো
যুগের আগ্রাসনে যদি সাম্রাজ্যবাদের দখলে চলে যায় পৃথিবীর সমস্ত ভালোবাসা
মন বেচা কেনার হাটে যদি বাকী থাকে একটি মন
যেনে রেখো তোমারই তা অর্জন
তোমারই অপেক্ষায় ধুলিস্যাত হবে সকল নিস্প্রেমের তর্জন গর্জন।
Unknown
Mr. Mehedi Hasan who have completed M.Sc in IT from University of Dhaka.Currently, He is working in Airtel Bd Ltd.
0 comments:
Post a Comment