আমি ভালো আছি
তুমি?
রোদ্র জলে ভিজে ভিজে দুচোখের সিক্ত পল্লবে
সুখের অন্জন ছুঁয়ে
দুঃখের পায়রাকে সযতনে ঘুম পাড়াই
বাতাসে নিঃশ্বাসের যন্ত্রনা বিলিয়ে দিয়ে
তোমাকে শুধাই
আমিতো ভালই আছি
তুমি?
শুধু আকাশে শিশিরের শব্দ
দূরের গির্জা থেকে ভেসে আসা
উদাস নিঃসঙ্গ ঘন্টা ধ্বনি
ঝড়ে ঝড়ে শূণ্যতায় লিখে যায়
আমি ভাল নেই
আর হয়তো তুমিও।
0 comments:
Post a Comment