তোমার জন্য মিষ্টি হাসি!
তোমার জন্য মিষ্টি হাসি
তোমার জন্য সুর।।
তোমার জন্য উদাস হাওয়া
মেঘের সমুদ্দুর।।
তোমার জন্য বাড়ানো হাত
তোমার জন্য সব।।
তোমার জন্য মনে
আমার মাতাল অনুভব।।
তোমার জন্য অনন্ত সুখ তোমার
জন্যে গান।।
তোমার জন্য ঠোঁট
বাকানো চাপা অভিমান।।
তোমার জন্য সব
রেখেছি কারো জন্যে নয়।।
শুধু তোমার অপেক্ষাতে ভয়
করেছি জয়।।
Unknown
Mr. Mehedi Hasan who have completed M.Sc in IT from University of Dhaka.Currently, He is working in Airtel Bd Ltd.
0 comments:
Post a Comment