তোমার চোখে আমার শেষ ঠিকানা





তোমার আঁচলজুড়ে আমার সুবর্ন রৌদ্রদিন
সাজালে আমায় তুমি অমলিন
কুয়াশার চাদরে জড়িয়ে
রয়েছো নীলিমা ছাড়িয়ে
তোমার চোখে আমার শেষ ঠিকানা
তুমি আমার পথের প্রথম ও শেষ সীমানা
তোমার চোখে আমার শেষ ঠিকানা
তুমি আমার পথের প্রথম ও শেষ সীমানা

জীবনের প্রতি সূর্যোদয়ে ভালোবাসা পূর্নতায়
রেখেছো আমায় তুমি হৃদয়ে
উদাসী বাঁশির মত নীরবে বুকের ক্ষত
তোমার চোখে আমার শেষ ঠিকানা
তুমি আমার পথের প্রথম ও শেষ সীমানা
তোমার চোখে আমার শেষ ঠিকানা
তুমি আমার পথের প্রথম ও শেষ সীমানা

পথ দেখানো ধ্রুবতারা
ডাকো আমায় আত্মহারা
তোমার চোখে আমার শেষ ঠিকানা
তুমি আমার পথের প্রথম ও শেষ সীমানা
তোমার চোখে আমার শেষ ঠিকানা
তুমি আমার পথের প্রথম ও শেষ সীমানা……







0 comments:

Post a Comment