আমাকে দূরে চলে যেতে হবে, দূরে অনেক দূরে!!



আমাকে দূরে চলে যেতে হবে, দূরে অনেক দূরে;
এই লোকালয় থেকে নির্জনে অজানা কোন অন্তপুরে!

যেখানে কেউ কোন ভাবেই পাবে না আমার দেখা,
যেখানের দিন ক্ষন তারিখ কিছুই রবে না লেখা!

জানি না আমি এমন জায়গার মিল্বে কি সন্ধান?
যদি পেতাম তাহলে অবিলম্বেই করতাম প্রস্থান!

এমন জায়গা যেটা কিনা হবে সমুদ্রের কাছাকাছি,
যেখানে আকাশ ছুঁয়েছে মাটিকে পানির পাশাপাশি!

বাতাসে দোলা যেথা আনে পাতায় পাতায় আলোড়ন,
আমি একা সেই সব দৃশ্য করতে চাই অবলোকন!

মর্মর ধ্বনি যেথা মনে এনে দেবে এক চাঞ্চলতা,
সমুদ্রের সাথে যেথা হবে আকাশের কথকতা!

পাখিরা উড়ে যাবে যেথা শুন্যে রঙ্গিন ডানা মেলে,
সেখানেই যেতে চাই আমি সবকিছুকে পিছনে ফেলে।

যেখানে থাকবে না কোন দুঃখ হতাশার দৈন্য দশা,
থাকবে না কোন জরা, ব্যাধি, শোক আর নিরাশা!

একা একা থাকবো, যেখানে কেউ পাবে না খুঁজে,
যেথায় থাকতে হবে না আমার দুঃখে মুখটি গুজে!

তাইত আমাকে চলে যেতে হবে দূরে, অনেক দূরে-
যেখানে তুমি পাবে না আমায় সারা পৃথিবী ঘুরে

0 comments:

Post a Comment