সবার দেখি দেশি চলচ্চিত্রের জন্য দরদ উথলে পড়ছে !!!!! তা যারা যারা দেশি সিনেমার জন্য এত মায়া কান্না কাঁদছেন, তাদের কাছে প্রশ্ন শেষ কবে হলে গিয়ে ঢালিউডের শাকিব খান, অপু বিশ্বাসদের অভিনীত ছবি দেখেছেন ????? নতুন কোন হিন্দি বলিউড মুভি রিলিজ হলেই তো নেটে টরেন্ট সার্ভার গুলোতে হুমড়ি খেয়ে পড়েন ডাউনলোড করার জন্য। না পেলে আবার গালিও দেন পুরা ২ দিন পার হইয়া গেলও এখনও কেন নেটে পাওয়া যাইতেছে না? সেই পাকিস্তান আমলে যে আইয়ুব খান হিংসাবশত তৎকালীন পাকিস্তানে হিন্দি ছবির উপর অবরোধ আরোপ করেছিলেন, তা গত ৫০ বছর ধরে চলছে। অথচ পাকিস্তানে কিন্তু ঠিকই হিন্দি সিনেমা মুক্তি পাচ্ছে। আর যারা বলছেন যে ভারতে কেন আমাদের সিনেমা মুক্তি পায় না, আরে মিয়া আমরা নিজেরাই তো আমাদের সিনেমা নিয়ে হাসাহাসি করি তো ঐ সিনেমা ভারতে কোন আক্কেলে মুক্তি দিবে??? বাজি ধরে বলতে পারি আগামি ১০০ বছরও হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তি না দিলে দেশিও চলচ্চিত্রের মান এখন যেমন আছে তেমনি থাকবে, বড়জোর ১৯- ২০ হবে। আর বিটিভিতে আমাদের হুমায়ুন আহমেদের বহুব্রীহি, কোথাও কেউ নেই, এই সব দিন রাত্রি নাটক ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠান গুলো দেখার জন্য কলকাতায় বাড়ি বাড়ি ছাঁদে এন্টেনা লাগানোর হিরিক পরে যেত।আর এখন ইত্যাদি প্রচারের সময় আমরা দেখি মিরাক্কেল, ইন্ডিয়ান আইডল, ড্যান্স বাংলা ড্যান্স আরও কত কি!! দেশি ব্যান্ড দলগুলোর কনসার্টে ৩০০ টাকার টিকিটও আমরা এর ওর কাছে ফ্রি চাই। আর ভারতীও শিল্পিদের ৫০০০- ১০০০০ টিকিট ১ দিনেই শেষ হয়ে যায়।
দেশি চলচ্চিত্রের জন্য দরদ!!
Unknown
Mr. Mehedi Hasan who have completed M.Sc in IT from University of Dhaka.Currently, He is working in Airtel Bd Ltd.
0 comments:
Post a Comment