#একটা American/Uk এর নম্বর ফ্রী তে নিতে পারবেন। [যেটা পেপাল ভেরিফাই করতে কাজে লাগে]
#যেকোন দেশে বা নিজের দেশের নম্বরেই ফ্রী তে কল করতে পারবেন।এর জন্য আপনার ইন্টারনেট কানেকশন থাকা লাগবে কিন্তু যাকে কল করবেন তার থাকা লাগবে না।
#যেকোন দেশে বা নিজের দেশের নম্বরেই ফ্রী তে কল করতে পারবেন।এর জন্য আপনার ইন্টারনেট কানেকশন থাকা লাগবে কিন্তু যাকে কল করবেন তার থাকা লাগবে না।
যাইহোক কাজ শুরু করা যাক।
প্রথমেই নিচ থেকে এপটা ডাওনলোড করে করে নিন
Direct Link:ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
ইনষ্টল করেন… ইনষ্টল করে আপনার নম্বর দিয়ে Signup করার সাথে সাথে 15 point পাবেন …
তারপর get credits=>complete an offer এ গেলে কিছু এপ লিষ্ট দেখতে পাবেন । মোটামোটি ৬-৭ টার মতো… অইগুলা ইনষ্টল করলে ৪০ ক্রেডিট এর মতো পাবেন।
watch videos এ গিয়ে প্রতি ভিডিও দেখলে ১ ক্রেডিট পাবেন [সব সময় ভিডিও থাকে না]
watch videos এ গিয়ে প্রতি ভিডিও দেখলে ১ ক্রেডিট পাবেন [সব সময় ভিডিও থাকে না]
I’m feeling lucky তে ক্লিক করলে ডেইলী ১ ক্রেডিট করে পাবেন
Daily Check in এ ক্লিক করলে ডেইলী ১ ক্রেডিট পাবেন ।
প্রতি ফ্রেন্ড রেফার করে ইনষ্টল করানোর পর পাবেন ২০ ক্রেডিট …
এইভাবে মোটামোটি ৬০-৭০ ক্রেডিট পাওয়ার পর ই দেখবেন আপনার জন্য কোন অফার নেই…
আর একটা এমেরিকান নম্বর নিতে গেলেই লাগে ১০০ ক্রেডিট তাহলে তো ৬০-৭০ ক্রেডিটে আমাদের জন্য কিছুই হবে না
আর একটা এমেরিকান নম্বর নিতে গেলেই লাগে ১০০ ক্রেডিট তাহলে তো ৬০-৭০ ক্রেডিটে আমাদের জন্য কিছুই হবে না
চিন্তার কিছু নাই এখন আমরা মেইন কাজ শুরু করবো
নিচের ফাইলটা নামান
OpenVpn.zip
ফাইলটা নামিয়ে sd card এ extract করুন… ভিতরে দেখবেন OpenVpn connect নামক একটা ফাইল আছে সেটা ইনষ্টল করুন।
ইনষ্টল করার পর Import এ ট্যপ করুন
Import from sd card select করে যেখানে .zip file টা extract করছিলেন অই ফোল্ডারের ভিতরে যান অনেক গুলা ফাইল পাবেন সেখান থেকে vpnbook-us1-*****.ovpn এই টাইপের যে ৪ টা ফাইল আছে তার ভিতর থেকে ১ টা সিলেক্ট করুন
Import from sd card select করে যেখানে .zip file টা extract করছিলেন অই ফোল্ডারের ভিতরে যান অনেক গুলা ফাইল পাবেন সেখান থেকে vpnbook-us1-*****.ovpn এই টাইপের যে ৪ টা ফাইল আছে তার ভিতর থেকে ১ টা সিলেক্ট করুন
User name : Vpnbook
password : Qe3esucU
দিয়ে কানেক্ট করুন।I trust this application এ মার্ক করুন ।কিছুক্ষন পর কানেক্টেড দেখাবে। Vpnbook এর পাসওয়ার্ড কিছুদিন পর পর চেঞ্জ হয়।নতুন পাসওয়ার্ড পেতে http://www.vpnbook.com/#openvpn চোখ রাখুন।
password : Qe3esucU
দিয়ে কানেক্ট করুন।I trust this application এ মার্ক করুন ।কিছুক্ষন পর কানেক্টেড দেখাবে। Vpnbook এর পাসওয়ার্ড কিছুদিন পর পর চেঞ্জ হয়।নতুন পাসওয়ার্ড পেতে http://www.vpnbook.com/#openvpn চোখ রাখুন।
এইবার আপনি আবার Dingtone এপ টা বন্ধ করে চালু করুন ।
Complete an offer এ যান… কি দেখতে পাচ্ছেন ?
যেগুলা শেষ করে আপনি প্রতিদিন ই প্রায় 200 করে ক্রেডিট বানাতে পারবেন। তাছারা খালি এপ ডাওনলোড না… Daily check in/I am feeling lucky/Watch video তে গিয়ে ও ক্রেডিট পেতে পারেন
এখন যদি এমন হয় আপনার জন্য US এর যত্তো অফার ছিলো সব শেষ করে ফেলছেন তবে কি করবেন?? vpnbook এ দেখেন অন্য দেশের ও কনফিগ দেয়া আছে… অন্য কোন দেশের আইপি দিয়ে কানেক্ট করলেই আবার নতুন অফার পাবেন
ফোন নম্বরে কল করবেন যেভাবেঃ
এপ এর মাঝে থেকে কল বাটএ ট্যপ করুন। যদি কারো Dingtone এপ টা ইনষ্টল করা থাকে এবং আইডি ওপেন করা থাকে এবং নেট অন করা থাকে তাকে কল দিতে ক্রেডিট লাগবে না।। অফলাইন নম্বরে কল দিতে প্রতি মিনিটের জন্য 1.75 credit লাগবে ।
এপ এর মাঝে থেকে কল বাটএ ট্যপ করুন। যদি কারো Dingtone এপ টা ইনষ্টল করা থাকে এবং আইডি ওপেন করা থাকে এবং নেট অন করা থাকে তাকে কল দিতে ক্রেডিট লাগবে না।। অফলাইন নম্বরে কল দিতে প্রতি মিনিটের জন্য 1.75 credit লাগবে ।
Free usa number
free usa number পাওয়ার জন্য Dingtone এর more option থেকে Get a Dingtone number select করুন
free usa number পাওয়ার জন্য Dingtone এর more option থেকে Get a Dingtone number select করুন
তারপর 100 credit এর বিনিময়ে একটা নম্বর ফ্রী পেয়ে যাবেন
0 comments:
Post a Comment