0

ভালোবাসি তাই ভালোবাসি তোমায়।

কতো সুন্দরী রমনী দেখিয়া জুরালো এ নয়ন ৷কোন নারী তবু ছুঁতে পারেনি মনের সিংহাসন ৷কে তুমি নারী দেখিনি কভূ তোমার রূপের কায়া, কেনো জানিনা তোমার প্রতি আমার এতো মায়া ৷ মনের সিংহাসনে তুমি করলে আহরন, তোমার কথা ভাবতেই লাগে অজানা শিহরন ৷ সারাটা দিন তোমার কথা ভাবতে ভালো লাগে, তোমায় ...

0

তোমার জন্য মিষ্টি হাসি!

তোমার জন্য মিষ্টি হাসিতোমার জন্য সুর।।তোমার জন্য উদাস হাওয়ামেঘের সমুদ্দুর।।তোমার জন্য বাড়ানো হাততোমার জন্য সব।।তোমার জন্য মনেআমার মাতাল অনুভব।।তোমার জন্য অনন্ত সুখ তোমারজন্যে গান।।তোমার জন্য ঠোঁটবাকানো চাপা অভিমান।।তোমার জন্য সবরেখেছি কারো জন্যে নয়।।শুধু তোমার অপেক্ষাতে ভয়করেছি ...

0

বলেছিলাম অপেক্ষায় থাকবো

বলেছিলাম অপেক্ষায় থাকবোশিশিরের নির্মল স্নিগ্ধতা মাথায় নিয়ে আমি আপেক্ষায় আছিআমি আপেক্ষায় আছি হীমেল রাতের নীলাভ উষ্ণতা নিয়েঅপেক্ষায় আছি প্রত্যুষের নিরঙ্কুশ পবিত্রতা নিয়েঅপেক্ষা –বলেছিলাম অপেক্ষায় থাকবোপ্রভাতের প্রথম আলোর বহ্নিশিখা হাতে একরাশ হাসির মুগ্ধতা নিয়েআমি অপেক্ষায় ...

0

আমাকে দূরে চলে যেতে হবে, দূরে অনেক দূরে!!

আমাকে দূরে চলে যেতে হবে, দূরে অনেক দূরে; এই লোকালয় থেকে নির্জনে অজানা কোন অন্তপুরে! যেখানে কেউ কোন ভাবেই পাবে না আমার দেখা, যেখানের দিন ক্ষন তারিখ কিছুই রবে না লেখা! জানি না আমি এমন জায়গার মিল্বে কি সন্ধান? যদি পেতাম তাহলে অবিলম্বেই করতাম প্রস্থান! এমন জায়গা যেটা কিনা ...