ভালোবাসি তাই ভালোবাসি তোমায়।
কতো সুন্দরী রমনী দেখিয়া জুরালো এ নয়ন ৷কোন নারী তবু ছুঁতে পারেনি মনের সিংহাসন ৷কে তুমি নারী দেখিনি কভূ তোমার রূপের কায়া, কেনো জানিনা তোমার প্রতি আমার এতো মায়া ৷ মনের সিংহাসনে তুমি করলে আহরন, তোমার কথা ভাবতেই লাগে অজানা শিহরন ৷ সারাটা দিন তোমার কথা ভাবতে ভালো লাগে, তোমায় ...