ভালোবাসা............... হুম......... ভালোবাসা.........।।



ভালবাসি কথা টা বলা অনেক সহজ কিন্তু ভালোবাসা টা খুব কঠিন ।
ভালোবাসা হলো দুটি হৃদয় এর মিলন ।আর আমরা সাধারনত যেটা বলি তাকে এক নজর দেখেই ভালোবেসে ফেলেছি সেটা হচ্ছে কয়েক মুহুর্তের আবেগ কিন্তু এই আবেগ ই আস্তে আস্তে ভালোবাসায় রুপান্তরিত হয়,সবার ক্ষেতে হয়তবা তা হয়না ।এক গবেষণায় দেখা গেছে ভালোবাসার প্রথমে প্রায় ৮০ % রিলেশন এ প্রথম আবেগ থাকে এবং পরে ৬০ % রিলেশন আবেগ থেকে ভালোবাসায় পরিনত হয়।
মানুষ যখন কারো প্রেমে পড়ে তখন তার চেহারার লাবন্যতা বৃদ্ধি পায়। আর মানুষ যখন তার ভালোবাসার মানুষ টি কে মিস করে, তখন ই বোঝা যায় সে তাকে কত ভালোবাসে।
আপনি যদি কখন কারো প্রেমে পড়ে থাকেন তাহলে আপনি নিশ্চয় বুঝতেছেন ভালবাসায় মিস করা জিনিস টা কত বড়।
আর ভালোবাসার মানুষ টাকে মূল্য দিন। তার কথা গুলো শুনার চেষ্টা করুন, সে আপনার কাছে বেশি কিছু চায় না চায় শুধু সারাটি জীবন এক সাথে থাকতে,চলতে।
যেখানে ভালবাসা আছে সেখানেই সুখ।
তাই কখন ও কারো ভালোবাসা নিয়ে খেলবেন না ,হয়তবা আপনার একটু মজা পাওয়ার রিলেশনশিপ কেড়ে নিতে পারে কারো জীবন।
কারো কারনে যদি আপনার লাইফ নষ্ট হয়ে থাকে তার জন্য তো আর আপনি অন্য কারো লাইফ নষ্ট করতে পারেন না।
ভালোবাসার অধিকার সবার ই আছে।
ভালবাসা কোন সূত্র মেনে চলে না যে গরিব এর সাথে গরিব দের ই ভালোবাসা হবে, ধনী দের সাথে শুধু ধনীদের ঈ ভালোবাসা হবে, ভালোবাসা কি আগে বুঝতে হবে। অনেকেই আবেগের বশে ভালোবাসে কিছুদিন পর যখন আবেগ চলে যায় তখন ভালোবাসা হয়ে ঊঠে তিক্ত।
সত্যিকার ভাবে কাউকে ভালোবাসলে তাকে শত চেষ্টা করেও ভুলতে পারবেন না ,শত ব্যাস্ততার মাঝে ও তার কথা আপনার মনে পড়বে আর এটাই হলো ভালোবাসা।


0 comments:

Post a Comment