কতো সুন্দরী রমনী দেখিয়া জুরালো এ নয়ন ৷
কোন নারী তবু ছুঁতে পারেনি মনের সিংহাসন ৷
কে তুমি নারী দেখিনি কভূ তোমার রূপের কায়া, কেনো জানিনা তোমার প্রতি আমার এতো মায়া ৷ 
মনের সিংহাসনে তুমি করলে আহরন, 
তোমার কথা ভাবতেই লাগে অজানা শিহরন ৷ 

সারাটা দিন তোমার কথা ভাবতে ভালো লাগে, 
তোমায় নিয়ে লিখতে গেলেই কবিতার শুর বাজে ৷ 
নীল আকাশে উরতে যেমন পাখির ভালো লাগে... 
তোমায় নিয়ে ভাবতে আমার তেমন ভালো লাগে ৷ 

জানতে যদি চাও কখনো কেনো ভালোবাসি .... 
বলবো আমি উচ্চস্বরে ভালোবাসি...তাই...ভালোবাসি ৷ 
বলবে তখন পাগল একটা... বলবো তখন আমি, পাগল নামটা আমার কাছে সবচাইতে দামি.



তোমার জন্য মিষ্টি হাসি
তোমার জন্য সুর।।

তোমার জন্য উদাস হাওয়া
মেঘের সমুদ্দুর।।

তোমার জন্য বাড়ানো হাত
তোমার জন্য সব।।

তোমার জন্য মনে
আমার মাতাল অনুভব।।

তোমার জন্য অনন্ত সুখ তোমার
জন্যে গান।।

তোমার জন্য ঠোঁট
বাকানো চাপা অভিমান।।

তোমার জন্য সব
রেখেছি কারো জন্যে নয়।।

শুধু তোমার অপেক্ষাতে ভয়
করেছি জয়।।




বলেছিলাম অপেক্ষায় থাকবো
শিশিরের নির্মল স্নিগ্ধতা মাথায় নিয়ে আমি আপেক্ষায় আছি
আমি আপেক্ষায় আছি হীমেল রাতের নীলাভ উষ্ণতা নিয়ে
অপেক্ষায় আছি প্রত্যুষের নিরঙ্কুশ পবিত্রতা নিয়ে
অপেক্ষা –

বলেছিলাম অপেক্ষায় থাকবো
প্রভাতের প্রথম আলোর বহ্নিশিখা হাতে একরাশ হাসির মুগ্ধতা নিয়ে
আমি অপেক্ষায় আছি দুনিয়ার তাবত কোমলতা বুকের কোঠরে গেঁথে
মেতে আছি অপেক্ষার এক একটি বর্নীল সুবাসিত মর্মর মুহুর্তের সাথে
অনন্ত পথের জীবন্ত চপল চঞ্চলতায়
আমি আপেক্ষায় আছি তোমার কুসমিত হাতে হাত রাখতে
তোমার প্রজ্জলিত রূপের মহিমায় জ্বালাতে ভালোবাসার দ্বীপ
অপেক্ষায় আছি…

বলেছিলাম অপেক্ষায় থাকবো
বলেছিলাম তোমারই থাকবো
বৈশাখের কাল ঝড়ে যদি লন্ডভন্ড হয় সভ্যতা
যদি উত্ত্বাল সমুদ্রের ঢেউর তোড়ে খন্ড বিখন্ড হয় সমস্ত মানবতা
আমি আটুট থাকবো
তবুও আমি তোমারই থাকবো-

আমি তোমারই থাকবো
যুগের আগ্রাসনে যদি সাম্রাজ্যবাদের দখলে চলে যায় পৃথিবীর সমস্ত ভালোবাসা
মন বেচা কেনার হাটে যদি বাকী থাকে একটি মন
যেনে রেখো তোমারই তা অর্জন
তোমারই অপেক্ষায় ধুলিস্যাত হবে সকল নিস্প্রেমের তর্জন গর্জন।


আমাকে দূরে চলে যেতে হবে, দূরে অনেক দূরে;
এই লোকালয় থেকে নির্জনে অজানা কোন অন্তপুরে!

যেখানে কেউ কোন ভাবেই পাবে না আমার দেখা,
যেখানের দিন ক্ষন তারিখ কিছুই রবে না লেখা!

জানি না আমি এমন জায়গার মিল্বে কি সন্ধান?
যদি পেতাম তাহলে অবিলম্বেই করতাম প্রস্থান!

এমন জায়গা যেটা কিনা হবে সমুদ্রের কাছাকাছি,
যেখানে আকাশ ছুঁয়েছে মাটিকে পানির পাশাপাশি!

বাতাসে দোলা যেথা আনে পাতায় পাতায় আলোড়ন,
আমি একা সেই সব দৃশ্য করতে চাই অবলোকন!

মর্মর ধ্বনি যেথা মনে এনে দেবে এক চাঞ্চলতা,
সমুদ্রের সাথে যেথা হবে আকাশের কথকতা!

পাখিরা উড়ে যাবে যেথা শুন্যে রঙ্গিন ডানা মেলে,
সেখানেই যেতে চাই আমি সবকিছুকে পিছনে ফেলে।

যেখানে থাকবে না কোন দুঃখ হতাশার দৈন্য দশা,
থাকবে না কোন জরা, ব্যাধি, শোক আর নিরাশা!

একা একা থাকবো, যেখানে কেউ পাবে না খুঁজে,
যেথায় থাকতে হবে না আমার দুঃখে মুখটি গুজে!

তাইত আমাকে চলে যেতে হবে দূরে, অনেক দূরে-
যেখানে তুমি পাবে না আমায় সারা পৃথিবী ঘুরে